অনার্স চতুর্থ বর্ষের রেজাল্ট Withheld (Incourse) – যা জানা জরুরি
অনার্স চতুর্থ বর্ষের যাদের রেজাল্ট Withheld for Incourse দেখাচ্ছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য হলো—এই রেজাল্ট সাধারণত ১ সপ্তাহের মধ্যেই আপডেট হয়ে যায়। রেজাল্ট দ্রুত প্রকাশের কারণে কিছু বিভাগের সব মার্কস এন্ট্রি দেওয়া সম্ভব হয়নি, তাই অনেকের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিয়েছে।
এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই—শুধু কিছুটা অপেক্ষা করলেই রেজাল্ট স্বাভাবিকভাবে আপডেট হবে।
এই সমস্যাটি মূলত সেই শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখা গেছে যাদের বিভাগে ব্যবহারিক পরীক্ষা (Practical Exam) রয়েছে।
খুব শিগগিরই সবার রেজাল্ট এবং গ্রেডশিট প্রকাশ করা হবে।
যারা রেজাল্ট পেয়েছেন — কিছু গুরুত্বপূর্ণ দিক
অনেকেই আশানুরূপ রেজাল্ট পেয়েছেন, আবার অনেকেই পাননি। কেউ কেউ ইমপ্রুভ বা বোর্ড চ্যালেঞ্জ করার কথা ভাবছেন। নিচে বিষয়গুলো পরিষ্কারভাবে তুলে ধরা হলো—
Point-1: সব সাবজেক্টে পাস করলে
যদি আপনি সব সাবজেক্টে পাস করে থাকেন, তবে জাতীয় বিশ্ববিদ্যালয় আপনার সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছে। এগুলো সময়মতো আপনার কলেজে পাঠানো হবে।
ইমপ্রুভ করতে চাইলে
- আপনি C, D বা C+ গ্রেড পাওয়া সর্বোচ্চ ২টি সাবজেক্টে ইমপ্রুভ দিতে পারবেন।
- ইমপ্রুভের পর রেজাল্ট উন্নত হলে জাতীয় বিশ্ববিদ্যালয় আবার নতুন করে আপনার সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট প্রস্তুত করবে।
- তবে নতুন সার্টিফিকেট/ট্রান্সক্রিপ্ট কলেজে পাঠানো হবে না — নিজ দায়িত্বে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করতে হবে।
তাই ইমপ্রুভ করার আগে ভালোভাবে ভেবে সিদ্ধান্ত নিন, কারণ পরবর্তী ঝামেলাগুলো সামলাতে হবে নিজেকেই।
Point-2: বোর্ড চ্যালেঞ্জ করলে
আপনি বোর্ড চ্যালেঞ্জে আবেদন করলে বা পরবর্তীতে ফেল করা সাবজেক্টে পাস করলে—
সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট নিজ দায়িত্বে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করতে হবে।
Point-3: জরুরি সার্টিফিকেট লাগলে
কারো যদি জরুরি সার্টিফিকেট প্রয়োজন হয়, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন করে নিজ দায়িত্বে NU ক্যাম্পাস থেকে সংগ্রহ করতে হবে। প্রয়োজনে নিকটস্থ কম্পিউটারের দোকানেও আবেদন করতে পারবেন।
Point-4: খাতা পুনর্মূল্যায়ন (Board Challenge) নোটিশ
খাতা পুনর্মূল্যায়নের আবেদন সংক্রান্ত নোটিশ ২–৩ দিনের মধ্যেই প্রকাশ হবে।
আবেদন ফি: প্রতি সাবজেক্ট ১,২০০ টাকা
রেজাল্ট পরিবর্তনের সম্ভাবনা: ৫০–৫৪%
যাদের সত্যিই কনফিডেন্স আছে, তারাই আবেদন করবেন।
